ঘাসের   ডগায়   শিশিরকণা
      শরৎ এলো বুঝি
রোদের আলোয় ঝিকিমিকি
      মুক্তোদানা খুঁজি।


ঊষাকালে   শিউলি   তলে
      ফুলের  বিছানায়
শরৎ   বুঝি  এলো   এবার
     সাদা মেঘের নায়।


কাশের  বনে   ফুল  ফুটেছে
      নদীর দুটি তীরে
শাপলা ফুলে  দল  মেলেছে
      পুকুর ভরা নীরে।


তালের গাছে তাল পেকেছে
    কালো  রংটি  মেখে
কিষাণ   বধূর   মধুর   হাসি
    ক্ষেতের ফসল দেখে।


শরৎ   শশীর   শুভ্র   কিরণ  
     রাতের বুকে ঝরে
শিউলি  ফুলের মিষ্টি সুবাস
    হৃদয় পাগল করে।


শরৎ কালের  তালের পিঠা
      ভারী  মজাদার  
ষড়ঋতুর   এমন   শোভার
       জুড়ি মেলা ভার।
   ---------------------