(পল্লীকবি জসীম উদ্দীন স্মরণে)
-------------------------------------------
দেখতে এলাম  ফরিদপুরে
     পল্লী কবির বাড়ি,
নকশী কাঁথার মাঠ পেরিয়ে
     কুমার নদী ছাড়ি।


চাষীর ছেলে রূপাই মিয়ার
   কাজল কালো আঁখি,
কাব্যে  গাঁথা  তাহার  ছবি
   হৃদয়  মাঝে  আঁকি।


মাঠের মাঝে হয়না এখন
     মটর লতার চাষ,
আসমানীদের পরনে নাই
    শতেক ছেড়া বাস।


  রহিমদ্দির  ছোট্ট  বাড়ি
   নেইকো সেথা আজ,
চারিদিকে তার অট্টালিকা
     রঙিন কারুকাজ।


আম কাঠালের বনের মাঝে
       পল্লী কবির ঘর,
ঘুমিয়ে আছে পথের পাশে
        প্রিয়  কবিবর।


সোজন বেঁদের ঘাটটি আছে
     বেঁদের মেয়ে নাই,
পল্লী  কবির  কাব্যে  লেখা
      তার নমুনা পাই।


আসমানীদের দুঃখ গেছে
      রয়না অনাহারে,
সরকারী চাল আসে এখন
     তাদের পরিবারে।


রেল  সড়কের  ছোট্ট  খাঁদে
     ডানকানা মাছ নাই,
পল্লী  কবির  কাব্য  এখন
      স্মৃতির আঙিনায়।
      _________