রূপসী বাংলার সোনালী দিনের
       পাখিদের  কলতান
কেড়ে নিতে ওরা চেয়েছিল যত
        বিধাতার অবদান।


মাতৃভুমিকে     মুক্ত  করিতে
     পরাধীনতার শৃঙ্খল
ছুটে এসেছিল বাংলা মায়ের
     দামাল ছেলের দল।


পঁচিশে  মার্চ  কাল  রাত এলো
       রক্ত  ঝরানো দিন
বাঙ্গালীর বুকে বাজিয়া উঠিল
        সহসা মরণ বীন।


পাক সেনাদের নাগপাশ থেকে
       মুক্ত করিতে দেশ
কত ভাই তার হারিয়েছে প্রাণ
       নেই তার উদ্দেশ।


রক্তে সেদিন ভিজিয়াছে মাটি
      মাঠ-ঘাট, রাজপথ
কত  মা-বোন দিয়েছে জীবন
      হারিয়েছে  ইজ্জত।


বজ্র  শপথে     বীর  বাঙ্গালী
     হাতে নিয়ে হাতিয়ার
যুদ্ধ করেছে একসাথে মিলে
       সৈনিক, ইপিআর।


রক্ত  পিপাসু  হায়েনার  দল
      পাঞ্জাবী রাজাকার
বাঙ্গালীর বুকে হেনেছে বুলেট
      করেছে অত্যাচার।


নয়  মাস  ধরে  যুদ্ধ  করে
    হানাদার হলো শেষ
বিশ্বের  মাঝে  জন্ম  নিল
     স্বাধীন বাংলাদেশ।


দেশ স্বাধীনে শহীদের দান
     সকল দানের সেরা
তাই  পতাকায়   রক্ত  রবি
      সবুজ দিয়ে ঘেরা।


লাল সুজের পতাকা উড়ায়ে
     আমরা বাঙ্গালী ভাই
স্বাধীন দেশের বুকেতে আজি
       মুক্তির  গান গাই।


স্বাধীন  করেছে  এদেশ যারা
      জীবন তাদের ধন্য
দুহাত তুলে করি মোনাজাত
     তাঁদের রূহের জন্য।
      ----------------