টাকার  বলে  হয়  যে  পাকা
       মাটির বাড়ি ঘর
টাকায়  করে  পরকে  আপন
       আপন করে পর।


টাকার   বলে  নেতা  সেজে
      ভুলের পথে চলে
টাকার  গন্ধে   আম  জনতা
    নেতার সুরেই বলে।


টাকা   হলে   মাদক   মেলে
       নারী মেলে সাথে
যুব   সমাজ   যাচ্ছে   ক্ষয়ে
      এদেরই পাল্লাতে।


হৃদয়ের  টান  টাকার  কাছে
        তুচ্ছ  অতিশয়
টাকার  কাছে  ভালোবাসার
       হচ্ছে  পরাজয়।


নিত্য   নতুন   সব   অপরাধ
       হচ্ছে টাকার বলে
আইনটাকেও  টাকার  জোরে
      ফেলছে যাতাকলে।


জীবন  চলার  পথটি  সোজা
       যাচ্ছে  তবু  বেঁকে
টাকা   দিয়েই   সব  অপরাধ
      ফেলছে তারা ঢেকে।
    --------------------