ভাষা শহীদের রক্তে রঞ্জিত
      একুশে ফেব্রুয়ারী
প্রতিটা বছর মনের মিনারে
   তোমাকে স্মরণ করি।


ভাইয়ের রক্তে সিক্ত তোমার
      বুকের প্রতিটা রন্ধ্র
রক্ত  দিয়ে  শিখেছিল  তারা
     দাবী আদায়ের মন্ত্র।


স্মৃতির পাতায় মরিচার ফাঁকে
       আবছায়া কত নাম
ঘুমায়েছে  তারা  রক্ত  সজ্জায়
         যুগ যুগ অবিরাম।


বৃথা  যায়নি  রক্ত  তাদের
    রেখেছে মায়ের মান
মাতৃ  ভাষার  উন্নত  শিরে
    আজও তারা অম্লান।


অর্ঘ  রাখিয়া শহীদ  মিনারে
        বীরের শ্রদ্ধা করি
শহীদের তরে বিধাতার দ্বারে
        স্বর্গ কামনা করি।


পুষ্প  মালায়  সাজাই মিনার
     শহীদ আত্মার বরণে
বিজয়ের গান গাহি সারাক্ষণ
      অমর একুশ স্মরণে।