তুমি কি এখনও দাঁড়াও বলে
সারাদিন বৃষ্টিতে ভেজাবে আমায়।
আমি কাক ভেজা হয়ে ঠায়
দাড়িয়ে রবো তোমার ফেরার তাড়নায়।


এখনও ঘন কুয়াশায় দাঁড়িয়ে রেখে
তুমি তোমার ব্যস্ততর সময়ের হিসেব
করার ফুরসত পাবে না।
আর আমি খুক খুক করে কাশতে কাশতে
বেমালুম ভুলে যাবো
কুয়াশাচ্ছন্ন আমাকে।


তুমি কি আমায় দাঁড়িয়ে রেখে
এই আসছি এই আসছি বলে
আর আসার সুযোগ পাওনা।
আমি উদ্ভ্রান্ত বাবুই সেজে
কিংবা টুনটুনির মতো এডাল ওডাল
ঘুরে ফিরে যাবো
সন্ধ্যে হবার তাড়ায়।


আমি দাঁড়িয়েই থাকলাম
তোমার সুযোগ হলো না আসবার
সন্ধ্যে পেড়িয়ে মধ্য রাত অবধি
কোনো পথই বাকি থাকলো না
তোমাকে খুঁজবার।


কুয়াশায় ভিজে ন্যাতিয়ে পড়া দুর্বা ঘাসে হাত বুলিয়ে
মাথায় তুলে নিলেন পথিক।
প্রকৃতির দান নিতে কার্পন্যতা কিসে
খালি পায়ে হেঁটে তাই প্রমাণ করবার চেষ্টা তার।
আমি ঠায় দাঁড়িয়ে
কেউ শুনলো না আমার আত্মচিৎকার
শুধু সাক্ষী রয়ে গেলো সাত সকালের দুর্বা ঘাস,
পথিক, আর মৃদু হাওয়া।