তুমি কিনা আমার অশ্রু জলে
নির্মীত সরোবরে স্নান করবে।
আসো।


আমি তোমার জন্যই উন্মুক্ত করবো
সেই সরোবর,
সেখানে সাতার না জানলেও
তোমাকে সে ডুবিয়ে নেবে না,
তুমি ভাসমান থাকবে সেই স্বচ্ছ পানিতে।


তুমি না ভিজেই স্নান করবে
আসো, তোমার অপেক্ষায়।
আমার অশ্রু জলে
থৈ থৈ করছে সরোবর।
তুমি যতো গভীরেই যাবে
উপর থেকে তোমার উপস্থিতি আমায়
উচ্ছলতায় ভরিয়ে দেবে।
ভরা জোৎস্নায় তুমি
দাঁড়িয়ে থাকবে যে পাড়ে
আমি ভিন্ন কোনো পাড়ে দাঁড়িয়েও
তোমার প্রতিটি পদচারণা গুণতে পাবো অনায়াশে।


ঘন কুয়াশায় আমি ভিজে
প্রতীক্ষায় রবো তোমার চরণ ধূলির,
তুমি সাশিয়ে দাঁত কটমট করে
তাড়াতে ব্যর্থতর সময় কাটাবে।
সেই ঘনকুয়াশায় সরোবরের চতুর্দিক
সমতল ভূমিরূপে তুমি দেখবে,
হতবিহ্বল হতে আসো।


অশ্রু জলের স্বচ্ছতায়
নিয়ন আলোর প্রয়োজন নেই
আমি পরখ করবো তোমায় আপাদমস্তক।
সরোবরের চারপাশ পাহাড়া দেবে
বন্য রাজ, তুমি তাড়িত হবে
না তার হিংস্রতায়।


রক্ত গোলাপ তোমার বেশ পছন্দ বলে
প্রতিটি গাছের পাশেই পাবে সেই ফুল গাছ।
ছিড়ে তার রক্ত ঝড়াবে কখনও তার।


সেখানেই দাঁড়িয়ে তুমি উপহাসের হাসি
হাসবে, আর স্বগর্বে ভুমিষ্ঠ হবে
আত্মস্থ করে লুকানো তোমার উপহাস।