কারও কোনো বিদায় বার্তাই আমায়
কখনই বিষাদে ভরাতে পারেনি
তবুও একটি বার্তাই যেনো
অমানিষা বয়ে আনলো জীবনে।
কুড়ে কুড়ে আমার সবটুকু
খেয়ে শেষ করবার প্রত্যাশী হলো
সে বার্তা। রাত কেটে গেলো
ঘুমহীন আর ঘন কুয়াশাচ্ছন্ন যেনো
জীবনের প্রতিটি বাহু।
প্রেয়শীর কোনো প্রশ্নের উত্তর দেয়ার
ব্যর্থতর সময়গুলো অবলোকন করেছে
বাধ্য হয়ে আর সেদিকে এগোয়নি তার যাত্রা।
ঘুমহীন রাত সবার জন্য
মঙ্গলকর হয় না।
হয়ে ওঠে না তার ফিনকি দিয়ে
বের হয়ে আসা অজানার রক্তের উৎস।
অশ্রুজল কখন কার জন্য নিবেদীত হয়
সে জানে না, বোঝে না অনুরাগ সবার জন্য
মানায় না।
তবুও অশ্রুজল বাঁধ না মানার প্রচেষ্টায়
অবিরাম ঝরে পড়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসার
প্রতুত্তরে উপহাস আর বেদনার প্রাপ্তিতে।
হায়রে রাত হায়রে অশ্রুজল!
বিদায় বার্তা যদি সহ্য করবার শক্তি নাই থাকে
তার নাগপাশ মুক্ত থাকার ব্যর্থতাকে
সহ্য করো অবিরাম।