একদা বনের মাঝে হই হুল্লোড়,
যে যেদিক পারছে প্রাণপণ
ছুটোছুটি করছে।
জানে না কেউ, কেনো?
মহিষকে ধমক দিয়ে পন্ডিতের
হুংকার, কেনো আজ ছুটোছুটি
এমন তোমার?
করুণ সুরে মহিষ বলে; বলো না
মামা! কেমনে যে দেশ চলে?
মানুষ ছাড়াও হাতি ধরতে
ঘুরছে পুলিশ বনে-জঙ্গলে।
আমারে যদি হাতি ভেবে
ঢুকায় দেয় জেলে,
নইকো হাতি মহিষ আমি
প্রমাণিতে যাবে ছ'মাস চলে।
এ খবর শুনে রাজা মশায়
গর্তে পড়ে যায়,
পুলিশ এসে হাতি ভেবে;
ক্রসফায়ারের গুলি চালায়।
এমন করে হাতির বদলে
রাজা পড়লো মারা,
পণ্ডিত মশায় ঘোষণা দিলো
এসো রুখি দুর্বার যারা।