তুমি হারাতে চাও!
আগাম বার্তায় কি
আমাকে প্রস্তুত করো সে বেদনা সয়ে নেবার।
কোথায় হারাবে কোন মেঘের আড়ালে।
কালো, সাদা নাকি হলদে মেঘের কোলে?
অন্য কোথাও না খুঁজে
নীলিমার কোল ঘেঁষে আমিও সেখানেই যাবো।
রেখে দিও সংকীর্ণ হলেও একটু আশ্রয়
তোমার মনের গভীরে।
বয়ে যাবে অনন্ত কাল,
নিরন্তর কান্নার রোল থাকবে,
তুমি তো ওসব শুনতে পাবে না।
চোখের কান্না সান্তনার বাণীতেই থেমে যায়,
মনের গহীন থেকে গহীনে
অরণ্যের গভীরতর গভীরে
আন্দোলিত কান্নায় সান্তনার ভাষা নেই।
সকল দরজা রুদ্ধ করে
হারাতে ভুলো না,
রাতের জোৎস্নায় খুঁজবো
সেখানে ঠাঁই নিও,
জোনাকীর আলোর মতো করে
দীপ্তি দিও, আমি সে দীপ্তিতে
আগামীর পথ ধরে হাঁটবো।
আমি তোমাকেই খুঁজবো।
অতীত নির্বাসনে পেয়েছো কি কিছু?
পাওনি কিছুই হারিয়েছো অনেক,
হারিয়েছি পুঞ্জিভুত ভালোবাসার
উত্তাল হাওয়া, গগণভেদী প্রেমালাপ।
হারাতে চাও হারাবে !
আগাম বার্তায় বেদনাহত করে
হৃদয়ে কালি না জমিয়ে
হঠাৎ ঝড়ো হাওয়ার মতো হারিয়ে যেও।
ভাটার পানির মতো ভেসে নিও
ভালোলাগা, ভালোবাসা, প্রেম কাকলী।
তুমি বয়ে বেড়াতে পারবে তো ?
সুশোভিত কানন ছেড়ে যজ্ঞপুরীতে স্বেচ্ছা
নির্বাসিত জীবনের মর্মর বেদনা।