কাজল চোখে তাকিয়ে থাকি, যদি ফিরে চাও।
মন মাতানো হাসি হেসে একটু কাছে নাও।।
রুগ্ন মন সিক্ত করো একটু ভালোবেসে।
নয়নে নয়নে তফাৎটা সরুক অবশেষে।।
না পাই আর কষ্ট যেনো দিন কেটে যায় বেশ।
হার জিত হিসাব ছেড়ে যাকনা দূরে ক্লেশ।।
রঞ্জিত হলো এ মন আমার ক্লান্তি গেলো ছুঁয়ে।
লিখবার বারণ মুক্তির তোরণ গেছে যে নূয়ে।।
পিষ্ট হোক দহন সব, চলো ভুলি অভিমান।
কাঁচের পাত্র ভেবো না মন আর সারাক্ষণ।।
মস্ত ভুল ছিলো না কিছু ওই ব্যাস্ততায়।
রুদ্ধ কেনো করছো পথ? তোমার দরজায়।।
নদীতেই থাকে বিশাল চর বালুর জমাট।
না হাঁটি সেথা কভু, থাকে পথের বিভ্রাট।।
হাসির পর কান্না আসে থাকে বহুদিন।
রয় শুধু স্মৃতির পাতা হয়না বিলীন।।
লিখছি আজো রবে তুমি মনের গহীনে।
পিষেছো হৃদয় সাক্ষী সব প্রকৃতির জমিনে।।