মনে করো আমার বুক একটা মানচিত্র
যার সীমানায় সীমানায় এটে দিয়েছো
অনেকগুলো খুঁটি।
রং দিয়ে ভিন্ন ভিন্ন পরিভাষা বুঝাতে
কার্পন্যতা নেই তোমার।
ভালোবাসা বুঝাতে কোথাও দিয়েছো রক্ত গোলাপ চারা,
কোথাও দিয়েছো নন্দিত করবার রজনীগন্ধা
আর কোথাও তপনের অনুরাগী সূর্যমুখী।
আমায় ভেবে নিয়েছো উর্বর জমি
সেখানে বুনতে চাইছো ভালোবাসা নামক
অমূল্য সম্পদ, রোপন করছো মাত্র প্রেমের চারা,
আর তাকিয়ে আছো ফসল তোলার তরে।
জমির নির্বাক চাহনি তোমায় আত্মোৎফুল্য করেছে,
তুমি সেখানে বিনির্মাণ করছো তোমার
শত শত কল্পিত অট্রালিকা।