মনে পড়ে,
সেদিন কর্মচারী ছিলাম
তোমাদের অঢেল সম্পদের,
অট্রালিকায় তোমরা বাস করছো।


জানতাম না,
তোমাদের ছাদের নিচে আমার
রিজিকদাতা বরাদ্ধ রেখেছেন
দুমুঠো খাবার।
আমার সাথে ব্যবধান,
তোমরা ছিলে মালিক আর
আমি নগন্য কর্মচারী।
যদিও অতটা আমলে রাখিনি কখনও
অতীত সম্পর্কের কারণ।


থালা গ্লাস নির্দিষ্ট ছিলো
ফকির মিসকিনের জন্য,
তাতেই সামনে আমার খাবার।
গোগ্রাসে সাবার করা থালায়
চোখ তোমার, বুঝতে
দেই নি অন্তর জ্বালা।


তোমরা কর্মচারী আর মিসকিনকে
সম মর্যাদা দাও। এটা খুব
ভালো। প্রকৃতির একটা রূপ।
সকল মানুষের মাঝে যদি
এমনটা থাকতো,
বদলে যেতো পৃথিবী?