সম্পর্কের এই কংকাল
টেনে হেচড়ে আর
পথ না ফুরিয়ে বরং ফেলে
দেওয়াই ভালো।
কুকুর, শিয়াল, কাক, শকুন
টানা টানি করে উদর পুর্তি করুক।


নিষ্ফলা জমির উর্বরতা আসুক
হাড়গোড় পঁচে, সুজলা সুফলা হোক
রসহীন এই জমির প্রতিটি অঙ্গ প্রতঙ্গ।


বসন্তের সুশোভিত দিনগুলো
কেমন যেনো দাঁত কেলিয়ে হাসছে
নিষ্প্রাণ সম্পর্কের কংকাল দেখে।
আর আমরা!
তার উপহাসে বেপাত্তা হয়ে
কংকালগুলোই বয়ে বেড়াচ্ছি, কখনও হাতে,
ঠোঁটে কিংবা ম্যাসেঞ্জারে, ভাইবারে কিংবা ইমোতে।


এমনিতে কতো কষ্টই উঁকি
মারে সময়ের বল্গাহীন সমুদ্রে
সেখানে ভিড়ূক শত কষ্ট
আহত গল্পের উচ্ছিষ্ট হয়ে।


তবুও তোমার চাওয়া মতোই
হোক কংকালসার সম্পর্কের যবনিকা,
তুমি থাকো সম্পর্কের মধুপ
আজকের অতীত হয়ে।