অপরিচিতা !
আমার মাঝে অবাঞ্চিত কতো কিছু
আবিস্কার করে ক্ষণে ক্ষণে, সময়ের বিভীষণে
তাড়িতো করেছো আমায়।
ধুম্রতা কেটে গেছে?
কাটেনি  আমার ।  দীপ্তমান জ্যোতী
নিভু নিভু হবার হাওয়া খেয়ে ফিরছে।


অপরিচিতা !
বাক্যবাণে ব্যকুলতায় ভরে দিয়ে আমার
মাঝে কি যেনো খুজে ফিরছো ?
পেয়েছো ? তোমার সেই তাড়নার বঞ্চনায়
আমার ফেরা হয়নি পুরোপুরি।


অপরিচিতা !
ব্যাথার তো মর্ম আছে,
আছে তার রকম ফের,
তোমার মাঝে সবগুলোই দিব্যমান।
ঘুরে দাঁড়ানোর  উচ্ছলতা হারিয়ে
খাদের কিনারে আমি আছি দাঁড়িয়ে।


অপরিচিতা !
আমার ভালোবাসার উচ্চাসন
কারো দখলে যায়নি কখনও।
কি করে যাবে ? তোমার স্বহাস্য বেদন
আমায় কুকড়ে ধরেছে যে।


অপরিচিতা !
ভীরুতায় আশাহত ছিলাম না কখনই,
অবিশ্বাস আমায় তাড়না দিয়ে নিজেই
হয়েছে বিতারণ।
আমি স্বহাস্য বদনেই ছিলাম, তোমার
রেখে যাওয়া যজ্ঞপুরীতে।


অপরিচিতা !
তোমার রুদ্ধ দ্বার উন্মুক্ত হোক
মুখোমুখির বাস্তবতায়।
অপরিচিত আর অপরিচিতার আসন বিলুপ্ত
করে, এসো ভুলে যাই সেই শব্দদ্বয়ের অতীত।
গড়ে উঠুক আমাদের নব সম্পর্কের ভীত।