মুক্তির আহ্লাদে তোমার নির্মমতার
উচ্চাসনে আসিন তুমি।
মুক্তির স্বাদ সুমধুর বলে;
নিবেদন, নিরিহ বেচারার বাক্য চয়নে
মুক্তি চাই মুক্তি চাই মিছিলে
কম্পমান ছিলো পথ।
দীর্ঘ দিনের বাক্য যুদ্ধ গড়ায়
বিচ্ছিন্নতার যুদ্ধে, তোমায় বিজয়ী
দেখে নিরানন্দ অন্ত:করণ আহ্লাদে
হয়ে ওঠে ভরপুর।
সত্যিই মুক্তির সাধ তোমার অনিচ্ছার চাদরে আবৃত রাখতে অপারগ ছিলে।
উচ্ছলতা জুতসই না হবার কোনো বিড়ম্বনার ধারেও না। তুমিতো অভিলাষী
মুক্তির শ্লোগানে মুখরিত হোক, তাতে বিশ্বাসী।
মুক্তির জয় গানে মুখরিত করো তোমার পথ ঘাট, আলোড়িত করো হৃদস্পন্দন।
আমি অপেক্ষার সিঁড়ি বেয়ে বেয়ে
উপেক্ষার অতলে নিমজ্জিত হতে কুণ্ঠিত হইনি কখনও।
তোমার অভিমান না ভাঙুক,
না চাও যদি ফিরে পথ পানে আর,
তবুও অবিরাম হেঁটে যাবো সম্মুখে।