আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে থাকবেনা কোন কাঁটাতারের বেড়া
ফেলানির মত আর কেউ যাবেনা মারা।


          আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে থাকবেনা কোন বাঙ্গালি,ভারতীয়, আমেরিকান জাতি
ভ্রাতৃত্বের বন্ধনে রবে সবাই কেউ কারো করবেনা ক্ষতি।


         আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে থাকবেনা কোন পুঁজিবাদী রাজা
শ্রমিকরা হবেনা কোন শোষিত প্রজা।


        আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে থাকবেনা ধনী- গরিব বলে কিছু
অর্থের লোভে কেউ কারো লাগবেনা পিছু।


        আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে কেউ আর না খেয়ে থাকবেনা
ক্ষুদার জ্বালায় কোন শিশু কাঁদবেনা ।


        আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে থাকবেনা কোন অন্যায়-অবিচার
সকল মানবের থাকবে সমান অধিকার।


       আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে আগুনের দাবানলে জ্বলবেনা কারো দেহ
যুদ্ধের বিভীষিকায় মরবেনা কেহ।


       আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে থাকবেনা কোন পারমাণবিক বোমা
ধ্বংস হবেনা কোন শহর নাগাসাকি, হিরোশিমা।


        আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে ধর্ষিত হবে না আর কোন নারী
ভয়ে জননীর বলতে হবেনা তারাতারি ফিরবি বাড়ি।