ফরাসী বিপ্লব এনে দিল বাম, ডান
সেই থেকে রাজনীতিতে উত্তেজনা টান টান
ডান বলে বাম খারাপ বাম বলে ডান
কেউ তো এখন গায় না আর সমঝোতার গান
বাম বলে সেরা মোরা ডান বলে তাঁরা
ডানে বামের এই খেলায় কবি দিশেহারা
ডান ডাকে ডানের দিকে বাম ডাকে বামে
সবার দাবি তারাই আছে সত্য সরল কামে
এরই মাঝে মধ্যপন্থির হল উদয়
তাঁরা নাকি কোন ব্যাপারই চরমপন্থি নয়
ডান, বাম, মধ্য কত পথের সৃষ্টি
সেসব পথে হাজারো পথিকের বৃষ্টি
সত্য সরল পথে পথিকের অভাব
পথ ভোলা জীব মোরা পথ ভোলাই স্বভাব... ...