গগন ফাড়িয়া চঁন্দ্র কারিয়া হাতে নিতে সবে চায়–
তবু কেহ তারে নাহি পায়
সে নাগাল পেরিয়ে যায়।
কোথা মোর ডানা গুলি,পাতাল আজি যাবো ভুলি
মাতাল পায়রা হয়ে
ডানা যায় তবু ক্ষয়ে।
পায়রা ডানা ঝাড়িয়া গগন ফাড়িয়া চঁন্দ্র কারিয়া হাতে নিতে চায়–
তবু কেহ তারে নাহি পায়!