বাংলাদেশের একটি জেলা,
                    সাতক্ষীরা তার নাম।
সদর থানার অন্তর্গত,
                    বালুইগাছা গ্রাম।
এই গ্রামে থাকি আমি,
                    মুক্ত পরিবেশে।
পাশ দিয়ে যে চলছে বয়ে,
                   বেতনা নদী ঘেঁষে।
এই নদীতে কাটছি সাঁতার,
                   ধরছি কতো মাছ।
সাঁতরিয়ে ঐ পারে যেতাম,
                   না থাকিলে কাজ।
ছোট বেলায় খেলছি কতো,
                   গ্রামেরই মাঠে।
কাদা মাটি মেখে যেতাম,
                   শান পুকুরের ঘাটে।
বর্ষা কালে খাল বিলেতে,
                   কানায় কানায় পানি।
শাপলা ফুলে ভরে যেত,
                   ফসলের মাঠ খানি।
জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের,
                   স্বাদে ভরাই মুখ।
আনন্দ আর উল্লাসেতে,
                   কত মধুর সুখ।
কত স্মৃতি পড়ে আছে,
                  এই গ্রামের গায়।
কবিতাটি শেষ করিলাম,
                  ভালো থাকেন সবাই।