শত শত গাড়ি আর শত শত পাহাড়,
পেরিয়ে এলাম আমি ঝারখান্ড আর বিহার।
চারি দিকে গাছ-পালা জঙ্গল ঝাড়,
তার মাঝে বাস করা ছোট্ট-কুটীর ঘর ।


সারাদিন গরমে সূর্যের নেমে আসা প্রচণ্ড তাপ,
বর্ষা কালে খেলা করে ছোটো বড়ো অনেক সাপ।
কুটীর আসে পাশে ছিলনা কোন গাছ,
মাথার উপরে শুধু ছিল পাতলা টিনের ছাদ।


তৃষ্ণাই বুক ফেটে যাই কি করব কাজ,
এক ফোঁটা বৃষ্টি নেই কেটে যায় সারা মাস।
জীবনে প্রথম বার আমি করলাম কাজ,
কয়লার খনিতে কাটালাম দীর্ঘ ৬০-টি দিন-রাত।