মাঝে মাঝে খেয়াল পোকা নড়ে উঠে হৃদয়ের কোণে,  
জীবন পাখির নাই কোন ভরসা, ভাবি ক্ষণে ক্ষণে ।
আমার প্রানের  জীবাত্মা চলে যাবে ওই কবরের তলে,
জীবন পাখি যখন উড়ে যাবে সাত আসমানের কোলে ।


এই জীবন খেলায়, খেলবো কত ? বালির চরে চরে,
খেলা ঘর ভেঙ্গে যাবে একদিন সমুদ্রের ঢেউয়ের জলে ।
এই ক্ষণস্থায়ী জগতে রং-বেরঙের কত বাসা বাঁধি,
অপার্থিব জীবনের প্রীতে আমি স্বর্গ সুখের আসা ছাড়ি


কোন দেশেতে বাঁধলাম বাসা কোথায় আমার বসবাস,
অন্ধকার ঘরে ঘুমালাম আমি না আসছে ছায়াপথ ।
থাকবে না কেউ পাশে আমার, থাকবে শুধু মাটি খানি,
জীবন পাখির হবে কি যদি না মানি কুরআনের বানি ।