তুমি পারবে ?
একটু আদর-সোহাগ করে
স্মেহ- মমতার চুম্বন দিয়ে
অন্যায়-অবিচার থেকে মুক্ত করে
আমাকে আগলে রাখতে।


তুমি পারবে ?
দুষ্ট-বদমাশ চোখের হাত থেকে
লাঞ্ছনা-বঞ্ছনা, কুৎসিত ঘৃণা থেকে
তুচ্ছ-অবহেলা, অপমান থেকে
আমাকে আগলে রাখতে।


তুমি পারবে ?
সমাজের কিছু সুপুরুষের নোংরামি ব্যবহার থেকে
ওই গ্রামের রাস্তাতে আমাকে সাথে নিয়ে চলতে
ওই সুন্দর–সুশীল তোমার পরিবারের সাথে
আমাকে আগলে রাখতে।


তবে,


কোন একদিন রাগে-অনুরাগে কেউ বলে ফেলবে,
তুমি এক বেশ্যা মেয়ে কে বিয়ে করেছ,


তখন যে আমি পারবোনা,
তোমার যন্ত্রণাময় চোখের দিকে তাকিয়ে অশ্রুঝরা জল গুলি দেখতে


তখন যে আমি পারবোনা,
তোমার হৃদয় ভাঙ্গা কষ্টদায়ক বুকের উপর মাথা রাখতে।