মা-বাবা ছেলে কে পাঠায় বন্ধুত্তের অনুরোধ, এই কেমন যুগ
DIGITAL INDIA, DIGITAL যুগ সবাই হয়েছে মূর্খ সমাজে অবুঝ  


ঘুম কেড়েছে ইন্টারনেট,সোশ্যাল মিডিয়া ছোট বড় সবার
হেলো, হ্যাঁগো, লাইক, লাইকি, ইন্সতাগ্রাম আর টুইটার


খেলা ধুলো  তো ভুলেই গেছে PUB G আর PACMAN-এ কাটে সময়
SMS, MMS আর চলে না FACEBOOK আর WHATSAPP-এর দুনিয়ায়


একা জেগেছি কত কত রাত,
ভোরের হাওয়া ভুলে গেছে রোগ মুক্তির অভ্যাস  
দেখি নাই ভোরের আলো,
শুনি নাই ডাক, পাখিরা আকাশে ওড়ে ঝাঁকের ঝাঁক  


উইটিইব আর গুগল বাবা কে বলেছি জিন্দাবাদ
এক প্রশ্নের উত্তর চাইলে, পেয়েছে হাজার প্রশ্নের স্বাদ


কত আনন্দ, কত মজা উইটিইব আর গুগলে করেছি SEARCH
আমাদের জীবনটাকে এই রঙ্গমঞ্চে ধীরে ধীরে করেছি বরবাদ

হারিয়েছি সময়, হারিয়েছি সব, নিজেকে করেছি নষ্ট
পাশে বসেও কথা নাই, বন্ধুরা সব PUB G-তে ব্যস্ত  


ঘুমিয়ে পড়তাম  বহু যুগ আগে মা-বাবার গল্প শুনে শুনে
আজ ঘুম কেড়েছে ছোটো বড়ো, বাবামা-র ANDROID ফোনে  


SCHOOL, TUITION, COACHING, PRIVATE লাগে না আর ভালো
PUB G আর BAP G খেলে খেলে ২৫ বছর সময় কেটে গেল