“তুমি"


সুন্দর থেকে সুন্দরতম, রূপবতী তুমি।
ওগো বনলতা,মধুমতা, স্নেহলতা  তুমি
ওগো মায়াবতী, পার্বতী সর্ব পরী তুমি ।
আল্লাহ্‌র  সব সৃষ্টির  উত্তম সৃষ্টি তুমি ।


গ্রীষ্মকালে তুমি,


বছরের প্রথম বৈশাখ ও জ্যৈষ্ঠের গ্রীষ্মকাল তুমি।
সূর্যের প্রচন্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠার ভূমি তুমি।
পানি শুকিয়ে, জলশূণ্য মাটিতে ফাটল ধরা তুমি ।
গাছে গাছে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু তুমি  ।


বর্ষাকালে তু্মি,


প্রচন্ড  ও  মুষলধারে  বৃষ্টিপাতের বন্যা তুমি ।
বর্ষা কালের বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা তুমি ।
গ্রীষ্মকালের সব উষ্ণ-প্রখরের মিশাল তুমি।
নদী-নালা, খাল-বিল পানির পূর্ণতা তুমি  ।


শরৎকালে তুমি,


ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল তুমি ।
বন-জঙ্গলের কাঁশফুল ফোটার সময় তুমি।
আকাশে সাদা মেঘ ভেসে বেড়ার বাদল তুমি।  
রাতে সবুজ ঘাসে হালকা জলের কণা তুমি ।


হেমন্তকালে তুমি,


কার্তিক ও অগ্রহায়ণ মাসের হেমন্তকাল তুমি ।
পাহাড় পর্বত থেকে ঝরে পড়া ঝর্ণা তুমি ।
কৃষকের মধ্যে ফসল কাটার ব্যস্ততা তুমি ।
ঘরে ঘরে শুরু হইয়া  নবান্নের উৎসব তুমি।


শীতকালে তুমি,


পৌষ ও মাঘ – দুই মাসের শীতকাল তুমি।
হাড় কাঁপানো শীতের গরম পোশাক তুমি  ।
শীতে খেজুরের রসের পিঠে ও পায়েস তুমি ।
বনভোজনের আদর্শ ও উপযুক্ত সময় তুমি ।


বসন্তকালে তুমি,


শীতের পরে বসন্তকালের আগমন তুমি  ।
বসন্তের বাতাসে প্রেম নয়নের নেশা তুমি ।
বসন্তের ককিলের কুহু কুহু ডাক তুমি ।
ককিলের সুন্দরতম কণ্ঠের সুর-গান তুমি।