একদিনের ক্রিকেট ম্যাচ শুরু হল আজ,
টিভির সামনে বসে পড়লাম বন্ধ সব কাজ।


বুক করছে দুরু দরু, কখন কি যে হয়,
ভাবতে ভাবতে চলে গেল কারেন্ট একি হায়।


অপেক্ষার প্রহর গুনি কারেন্ট কখন আসে,
এরই মাঝে খবর এলো তামিম ফিরলো শূন্য সে সাজে।


ফিরলো কারেন্ট আশা নিয়ে,
সাকিব আছে ভরসা নিয়ে।


সাকিবের বাঁ হাতের ব্যাট,
বল বাউন্ডারিতে কুপোক্যাত।


মুশি বাংলার খুশি,
ব্যাট তো নই তার,
ঝরছে অবিরত চার ছক্কার ফুলঝুঁড়ি।


থেমে গেল এ জুঁটি এখন কি যে হয়,
মাহমুদুউল্লাহ আছে বাবা চিন্তা কেন হয়।


দেখতে দেখতে জয়ের বন্দরে,
ভয় ভয় লাগে মনের অন্দরে।


লাষ্ট বলে চার মেরে জয়টা ছিনিয়ে নিল,
কে সে কি তার নাম,
মাশরাফি দ্যা কাপ্তান টাইগার তার নাম।


জয়ের পরে ভেসে উঠলো একটাই গান।
বেশ বেশ সাবাস বাংলাদেশ।
ভালবাসি বাংলাদেশ।
ভালবাসি লাল সবুজকে।
ভালবাসি বাংলার দামাল ছেলেদেরকে।