বাবা নামটা ছিল আমার প্রথম কথার বুলি,
কি করে আমি এটা ভুলতে পারি?


বাবার সাথে সেই বিকেলে আমার প্রথম হামাগুড়ি,
মনে পড়ে যায় বাবার হাতে আমার হাতগুলি।


বাবা আমার জীবনের নাবিক,
তিনি আমার আলোকিত দিক,
বাবা আমার গুগল ম্যাপ,
বাবা ছাড়া চলে নাতো এক বিন্দু গ্যাপ।


বাবা তুমি শ্রদ্ধা, তুমি মোর ভালবাসা
তুমি জীবন যুদ্ধে মোর অঙ্গিকার,


দিনের শেষে ক্লান্ত বাবা যখন ফিরে  বাসায়,
দৌঁড়ে গেট খুলি কি আনলো সে আশায়।  


ক্লান্ত বাবা হাসি মুখে মেনে নেই সব,
বেঁচে থাকুক হাজার বছর এই কামনা করি রব।  


বাবার প্রতিটা ঘামে স্বপ্ন আমার খেলে,
তার প্রতিটা শ্রমে স্বপ্ন বুঝি জ্বলে।


হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা,
ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা।