শিশু চলেছে একা পথে,
আকাশ চলে তার সাথে সাথে।


এই যে শিশু শুনো এদিকে,
কি করো তুমি এই পথে।


শিশুটি হেসে বলে,
চলেছি মেধা খুঁজতে।


লোকটি হেসে বলল মেধা কি পাওয়া যায় পথে,
শিশু চুপটি করে হেসে কানে কানে বলে মেধা তো পথেই মিলে।


লোকটি চিন্তা করে বুঝলো কথাতো ঠিক,
লোকটি শিশুর পথে চলতে লাগলো।


হঠাৎ দেখা যায় এক গরিবের উপর নির্যাতন,
শিশু বলে এটাই কি মানুষের প্রতি মানুষের মূল্যায়ন।


লোকটি চুপ করে আবার চলতে থাকে,
শিশু দেখে হঠাৎ একজন মানুষ দূর্ঘটনা জর্জরিত,
সবাই তুলছে ছবি এ কেমন বর্বরতা।


শিশু হেসে বলে মেধা শুধু থাকে বইয়ে,
কোথায় সেই বইয়ের শিখানো বুলি,
কোথায় সেই স্কুলের ভাল কাজগুলি।।


আজ মানুষের মেধা হয়েছে শুন্য,
মানুষ হারিয়েছে বিবেক পরিপূন্য।


মেধা মেধা বলে খুঁজে মরি,
মেধাবী তো খুঁজে নাহি পাই,
মেধা খুঁজতে পথ ঘাট সবি,
পেলাম না বইয়ের সেই মেধাবী হায়।


অল্পখানি জ্ঞান নিয়ে মোরা,
মেধাবী বলে করি বুক চওড়া।


শিশুর কাছেও শিখার আছে অনেক কিছু,
আজ জেনেছি হেঁটে তার পিছু পিছু।