ভোরে মায়া ভরা আকাশ,  
মেঘের বুক চিরে সূর্য্যের অবলোকন আলোকচ্ছটা,
সে এক অপরূপ মায়া।


পাখি গুলা কয়ছে কুহু,
আজ যেনো বাতাস বয়ছে বহু,
চোখ যেনো চাইছে দূরে,
মন কিছু কথা বলছে বারে বারে..!!


এ যেনো নিলীমা,  
এ যেনো চন্দ্রীমা,
তুমি কি দেখেছো সকালে ভোরের সাদা চাঁদ,
তুমি কি শুনেছো ভোরের কথা,
এক গ্রাস বিশালতা...!!


কাজলের মতো চোখ,
চন্দ্রের মত মুখ,
ভাল লাগার মত ভোর,
আসবে ফিরে ফিরে।


ভুলে যেওনা এ কবিতা,
লিখেছিলাম এক অজানা ভোরে,
শুধু সাক্ষি ছিল ভোরের নি:স্পাপ পাখি,
আর আড়ালে ছিলাম শুধু আমি, শুধু আমি,  শুধু আমি...!!