এক তপ্ত রোদের দুপুরে কাগজগুলো পুড়ছে,
কাগজের আড়ালে পুড়ছে সে মন।
বারুদের আঘাতে লন্ডভন্ড দুজন।


অনেক দিন দেখা হবে না তোমার সাথে,
হঠাত একদিন দেখা হবে তোমার সাথে,
দুজনে দুজনকে বলবো কোথায় ছিলে?
বলবো হেসে দেখা হয়ে গেলো লুকিয়ে লুকিয়ে।


হয়তো এভাবেই কেঁটে যাবে দিনের পর দিন,  বছরের পর বছর।
তারপর একদিন জানা যাবে,
তোমার সাথে আমার অথবা আমার সাথে তোমার কখনো দেখা হবে না।


শুধু বসে বসে তোমার অপেক্ষাই,
মন পুড়ে পুড়ে হবে নীল,
জীবনের অধ্যায়গুলো কেন এত স্বপ্নীল?


এই শহরে শুধু বারুদের গন্ধ মাখা,
সব বারুদে লিখা তোমার নাম সখা।


তবুও দেখা হবে না, কথা হবে না।  
শুধু অপেক্ষাই থাকবে আমার মন।


মেহেদী আঁকা হাতে দেখতে চাই তোমায়,
একদিন দেখা হবে আমি রইলাম সে আশায়।