বদলে গেছে শিক্ষা
বদলে গেছে শিক্ষার ক্ষেত্র
শিক্ষা নিয়ে শিক্ষক,
করেন এখন ভিক্ষা।


শহরে পাড়ায় গড়ে তোলেন
নানা কোচিং সেন্টার,
মন ভুলানো বিজ্ঞাপণ।


ছোট একটি রুমে গড়েন
একটি শ্রেণীকক্ষ,
ঠাসাঠাসি ছাত্র-ছাত্রী
মেধাতে নয় দক্ষ।


মেধা বিকাশ নয় উদ্দেশ্য
টাকা আয়ের রাস্তা,
গড়ে তুলে শ্রেণীকক্ষ
এমন করে ভাঙ্গেন তারা
ছাত্র-ছাত্রীর আস্থা।


ভর্তি হতে হলে আগে
অগ্রিম টাকা লাগে?
তা-না হলে ছাত্র-ছাত্রীর
ভর্তি হতে ভয়ে কেঁপে উঠে।


প্রশ্ন ফাঁসের প্রশ্ন
কিছু শিক্ষক দেন,
কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করে
শিক্ষক টাকার বস্তা ভরে,
করেন বাড়ি,গাড়ি।


এমন শিক্ষা চাইনা আমরা
শিক্ষক নয়তো বটে,
একটা শিক্ষক শিক্ষা দিবে,
এ কেমন শিক্ষা বিক্রি করে।