"তুমি"
  - এআর.
  


যদি জানতে,
কয়েক'শো বছর ধরে বেঁচে থাকা এক টুকরো অপেক্ষার নাম তুমি,
তবে তুমি নামক একখন্ড পরাধীন রাজধানীতে মুক্তির মিছিলে রক্ত দিতাম।
যদি জানতে,
টগবগে যুবকের সলজ্জ রক্তিম কপোলের নাম তুমি,
তবে তুমি নামক প্রশান্তির আগুনে হৃদয় পোড়াতাম।
যদি জানতে,
অজস্র নিরুপায় প্রজন্মের এক টুকরো প্রত্যাশার নাম তুমি,
তবে তুমি নামক রঙ্গিন বিষে আত্নহুতি দিতাম।
অথচ কি দারুন ধাতুতে তৈরি তুমিতে চিরবন্দি আমি।
আপসোস প্রতারকের ভীড়ে আমি ভিক্ষা চাইতে পারিনা।
নতজানু হয়ে মৃত্যু চাইতে পারি।
যদি জানতে,
এই তুমিতে ক'ফোঁটা অশ্রু অগোচরে ঝরে পড়ে।
তবে আমৃত্যু আমার আমিতে বিলীন হয়ে যেতে ।
**********************************