"তফাৎ"


এই কাল -সমাজ প্রভেদ নশ্বর পৃথিবীতে
সব,
তোমাতে-আমাতে হলো সবাই নিরব।
কিন্তু সে অন্ধকার রয়ে যায় বিস্তৃত
পাখা মেলি তার,
অনন্ত ছুটে চলা তোমার- আমার।
আবার সাজিয়ে নেই নিষ্প্রভ সন্ধ্যার
বিশাল তফাৎ,
তোমার উষ্ণ বুকে রেখে দেই পরাজিত
জীবনের সব ঝঞ্ঝাট।
অদৃশ্য অন্ধকার ধেয়ে আসে উল্কার মতো
চারিদিক,
নিঃস্পৃহ অবসর খোঁজে ঠাঁই তবু সাময়িক।
অজ্ঞাত প্রেমে তাই অগভীর নেই সমতল,
উদ্ধত জীবনের আশাগুলো হয়ে যায় শুধু
নিষ্ফল।
বিচ্ছিরি হৃদয়ে পুড়ে যাওয়া মন্দিরে
আজ ,
সমাহিত হয়ে আছে কালের যাতনা
ভরা দগ্ধ সমাজ।
উপাসনা করি তবু নিন্দায় হয়ে
বেসামাল,
তোমার তৃষিত বুকে আজন্মকাল!
ভেসে যাই ভ্রষ্ট হতে কি মুক্তিপণ,
রক্তাভ ঠোঁটে হলো যাবজ্জীবন।