একাত্তরের কথা
আসাদউজ্জামান খান
===============
নয়টি মাস যুদ্ধের বিনিময়
পেয়েছিলাম আমরা বিজয়।


কতো মা হারালো ছেলে
ঘুম নাই কারো চোঁখে
নেতাকে ভরেছে জেলে
সবার মুখে মুখে।


হানাদারদের লিপ্সা থেকে
বৌ ঝি রক্ষা পায়নি
দেশের জন্য অবলারা
একটু দমে যায়নি।


মিলিটারির অত্যাচারে
সুস্থে ছিলোনা কেউ
পালটা জবাব দেওয়ার জন্য
উঠছে মনেতে ঢেউ।


ত্রিশ লাখ শহীদের জন্য
সূর্য এলো ফিরে
রক্ত দিয়ে ধন্য হলো
স্বাধীন দেশকে ঘিরে।



লেখা...১২-১২-২০১৭
প্রকাশ... ১৫-০৩-২০১৯ (দৈনিক চাঁপাই দর্পণ)পত্রিকায়।