মনে পড়ে
আসাউজ্জামান খান
==================
মনে পড়ে বিকেল বেলার একই সাথে চলার কথা
বুকের ভেতর তখন যেনো গুঞ্জন করে বাড়ে ব্যথা।
বিরাম নাই তো একটু খানি
চললে সে পথ চোখে আসে পানি।
বলতাম কতো কথা আমি
তোমার কাছে ছিলাম দামি।
একইসাথে হাটতাম দু'জন বলতাম কথা দিয়ে দুইমন
একই সাথে হাটা দেখে কানাকানি করতো লোকজন।
চলতে তুমি আস্তে করে
আমার খুব আজ মনে পড়ে।
অভ্যাস ছিল জোরে হাটা
শিখেছিলাম আস্তে হাটা।
একদিন ছিলো খালে ভাটা সাঁকো থকে পরে চটি
পানি থেকে লাঠি দিয়ে তুলে দিয়েছিলাম ওটি।
ক্ষণে-ক্ষণে মনে পড়ে
চোখে থেকে পানি ঝড়ে
পারবনা ভুলতে সে কথা
বুঝলেনা তুমি সে ব্যথা।
জানতে ইচ্ছে করে অনেক মনে কী পরে না তোমার?
পাড় হওয়া দিন গুলোর কথা অনেক মনে পড়ে আমার।।


লেখা...০১-০৬-২০১৮
প্রকাশ...০১-১২-২০১৮ (দৈনিক মাটির পৃথিবী)