রেলগাড়ি
আসাদউজ্জামান খান
--------------------
আঁকা-বাকাঁ হয়ে লাইনে
শব্দকরে চলে
বাজায় বাঁশি একটুখানি
থামার সময় হলে।


বাঁশিবাজায় ছেড়ে যাবার
খানিক জিরান পড়ে আবার।


ঝকঝকাঝক শব্দকরে
শুরুকরে চলা
স্টেশনে থামবে গিয়ে
সেই কথাটি বলা।


দিনেরাতে চলে গাড়ি
সকল মানুষ ফেরে বাড়ি।


লেখা...২৭-১২-২০১৭