শ্রমিক
আসাদউজ্জামান খান
=================
হে শ্রমিক
তুমি ধার্মিক
শ্রম দিয়ে নাও তোমার পাওনা
কারো কাছে মাগনা কিছু চাওনা
তুমি আছো তারই কাছে পাওনা।
দাওনা কাজে ফাঁকি
মেলে দুটি আঁখি।
ভিক্ষা চাওনা খাজনা চাওনা
ঘাম দিয়ে নেও তোমার পাওনা।
নামাজ কালাম যেটুক কর
আল্লাকে তুমি ভয় কর।
অট্টালিকা ভোগবিলাসি
পেয়েছে সে তোমার দ্বারা
টাকার সময় নেই তার সাড়া!
কেন তুমি পাওনা আদায় যাওনা?
ভিক্ষা কিংবা খাজনা তো আর চাওনা!
কথা ও কাজে মিলনা রেখে
তোমার টাকায় কোটিপতি
কিসে তোমার হবে গতি
কেউ কী তাঁ পরখ করে দেখে?
যাওনারে ভাই যাওনা
নিজ অধিকার
আদায় করে নাওনা।
চোখে মুখে লজ্জা রাখলে
পেট যাবে সুকিয়ে
দুঃখ কষ্টে চলে যাবে
এ জীবন লুকিয়ে


লেখা....০৩-০৭-২০১৭। এডিট...২৯-০৪-২০১৮