তরমুজ নিয়ে কথা-
আসাদউজ্জামান খান
=================
তরমুজের দাম আকাশচুম্ব
ধরাছোঁয়ার বাইরে;
কিনতে গিয়ে দরিদ্রকয়-
দাম দেখেই  যাইরে!!
কেনার সাধ্য নেইতো আমার
কেমনে তরমুজ খাইরে!!!
এতো দামের তরমুজ খাওন
এ গরিবের  নাইরে।


তরমুজ খেতের কৃষক বলে-
তরমুজনাকি দামি;
কষ্টকরে ফসল ফলাই
পাইনা বেশি আমি,
কমেকিনে বেসি বেচে
এ কেমন হারামি!!!
আমার কথা ভাবেনাকেউ
জানে অন্তর্যামী।


ব্যবসার নামে  কোন ডাকাতি
সবাই পায়না খাইতে;
পাঁচটির দামে একটি বেচে
সকাল-দুপুর-রাইতে;
দেখার মতোন থাকলে কেহো
এতো সাহস পাইতে?
একের ভালো অন্যে চাইলে
সব সমস্যা  যাইতে।


লেখা... ০১.০৫.২০২১