তুমি আসবে বলে
আসাদউজ্জামান খান
===========
হে ১৬ ই ডিসেম্ব-
তুমি আসবে বলে,
দিয়েছে কতো মায়েরা রক্তকান্না নোনাজল;
বিসর্জন দিয়েছে নিজ সন্তান;
হে ১৬ ই ডিসেম্ব-
তুমি আসবে বলে,
মায়ের বুকচাপা কান্নার সাথে কেঁদেছে আকাশপাতাল।


হে ১৬ ই ডিসেম্ব-
তুমি আসবে বলে,
ঘটেছিল কত মর্মান্তিক ঘটনা-
ভাইয়ের সামনে বোনকে লাঞ্ছনা;
স্বামীরর সামনে বৌ কে লাঞ্ছনা;
বাবা-মায়ের সামনে ঝি কে লাঞ্ছনা;
এক এক করেছে নির্মম হত্যা!
বুঝেছিল বাংলার মানুষ
জীবন বিসর্জন দিয়ে তাই
চারদিকে ছড়িয়ে দিয়েছিল রটনা,
তুমি আসবে বলে,
হে ১৬ ই ডিসেম্বর।


আমার জানতে খুবই ইচ্ছে হয়-
তাদের কি রক্ত ছিল?
তাদের কি মাংস ছিল?
তাদের কি জীবন ছিল?
আমারতো মনে হয়,
এরকম নির্মম আচরণ করে যারা-
তারা কখনই রক্ত,মাংস গড়া জীব হতেপারে না!
তারা ইবলিসের চেয়েও বিভীষিকাময়!


বাংলার সকল জীবেরা তোমার প্রতিক্ষায় ছিল,
হে ১৬ ই ডিসেম্বর-
তুমি আসবে বলে,
এতকিছু ঘটেছিল
তুমি আসবে বলে।


সকল কিছু বিসর্জন,তোমার জন্যই ছিল-
তুমি আসবে বলে,
হে ১৬ ই ডিসেম্বর -
এতকিছু ত্যাগের বিনিময় বাঙালিরা তোমায় পেল,
হে ১৬ ই ডিসেম্বর।


লেখা...২৪-১১-২০১৮