বন্ধু ফিরে এসো
রাতের আকাশে চাঁদ পানে আমি কেমন যেন চায়।
অন্য কোথাও দাঁড়িয়ে থেকে তুমিও তো এই চাঁদকেই দেখছো ভাই।
কেটে গেছে আজ অনেক সময় দেখাও যে নাই।
আবার দুজনে দেখা করতে মন ব্যাকুল থাকে তাই।  
রাতের তারারা আলো দিলে তোমায় দেখি আলোর রোশনাই।
এই আলোতেই তুমিও স্নাত আমার আন্তরিক শুভেচ্ছায়।
বিদেশ থেকে এসে নিয়ো আমার মনের মাঝে ঠাঁই।
দেশে আমি ব্যগ্র মনে আছি তোমার অপেক্ষায়।
বন্ধু তুমি ফিরে এসো দীর্ঘ সময় অতিবাহিত
ছাড়া তোমায়।
তোমারও কি দেখতে ইচ্ছে হয়না এই বন্ধুকে
মনের সীমানায়।