দুই সত্তা
তুলির ছোয়ায় ছবিটা কেমন যেন পাল্টে গেল।
যা ছিল মনের ভেতর ক্যানভাসে আর কোথায় এল।
কল্পনা মনের ভেতরে আষ্টেপৃষ্টে জড়ালো।
হারানো মন শিল্পটাকে নতুন করেই হারালো।
আঁকার নিজ হাত কবির কল্পনাকেই মাড়ালো।
চিত্রশিল্পী আজকে কাব্য-মনের ধারেই দাঁড়ালো। চিত্রকলা কাব্যকথা একসাথে যেন ধারালো।
কাব্যকথার হাতছানিতে চিত্র ঠিক পথে কি পেরোলো।
দুই সত্তা সংমিশ্রিত আজ মনকে সংশয়াচ্ছন্ন করল।
মনের মাঝে নতুন করে কি যে হিল্লোল তুলল।