এতটুকুই বাঁচা****
সামনে শুধুই এগিয়ে চলা,বয়স বাড়ার খেলা।
পুরোণো স্মৃতির কথাগুলোর,মনের মাঝে দোলা।
রংবেরঙের জীবনপথে,অবিরাম এগিয়ে চলা।
আশা নিরাশা সুখ দুঃখ,নিজেকেই যেন বলা।
সময় শুধুই পেরিয়ে যায়,পিছিয়ে সে তাকায় না।
আমিও তো পরিবর্তিত,অতীতে ছিলাম আমি যা।
জানি আমি সব পাল্টাচ্ছে,আর পাল্টে যাবেই সব।
এইতো নিয়ম পরিবর্তনের,সময়ের শাশ্বত কলরব।
ছিলাম আছি থাকবো না জানি,এইটুকুই তো বাঁচা।
যুগ যুগান্তর পেরিয়ে যাবে,এইতো ধ্রুবসত্যের ধাঁচা।  
***************************************