কেমন আছো তুমি?
কেমন আছো তুমি,ভালো তো?
আমার শুভেচ্ছাই ভালোই থেকো।
আমায় কি মনে পড়ে বন্ধু ওগো?
পুরোণো স্মৃতির কথায় কত!
দশ বছরের সেই আগের কথা।
মনের কোণে স্মৃতিই যথা।  
অনেক কিছুই নেই আগের মতো।
পরিবর্তিত যে সব  এত এত।
সেই ছেলেবেলার খামখেয়ালিপনা।
বড় যে কবে হব দিন সে গোনা।
আজকে যুবকবেলায় দায়িত্ব অনেক।
ব্যস্ততার ফাঁকে শৈশবের স্মৃতির ঠেক।
সময় কি আর ফিরে আসে ভাই?
তুমিও কি বুঝতে পারছো সেটাই?
তাইতো আজ আবার দেখতে আমি চায়।  
ফেলে আসা সে সময়ের সাক্ষী সাথী তোমায়।
আসছি বন্ধু দেশে ফিরে আমি তোমার কাছে।
অনেক কিছুই যে আমার বলার আছে।
ঘড়ির কাঁটায় আমার উদ্বেগ যেন মিশে।
তোমায় যে কবে দেখব আনন্দ আর কিসে?