বাবা প্রথম আমার জন্য করেন আত্নদান,
বাবা ছিলেন আমার দেহের ব্রুনের উপাদান।
বাবা প্রথম এই জীবনের করেন চিহ্নদান,
বাবার ছোয়ায় সৃষ্টি কর্তা দিলেন আমার প্রাণ।


বাবা তিনি আমার জন্য যুদ্ধে অনির্বাণ,
সর্বক্ষনিক সপ্ন বুনে চলেন অবিরাম।
আমি ছিলাম তার সপ্নের ছোট্ট মনোগ্রাম,
তাইতো তিনি করেন এত যুদ্ধ সংগ্রাম।


বাবা যাঁহার কত বেলায় জুটেনি পানাহার,
বাবা না-খেয়ে আমার মুখে তুলেছেন আহার।
বাবা তিনি মান-অভিমান নেই কোন তাঁহার,
বাবা যে এক রত্নখনি, এমনটাই ব্যবহার।


বাবা তিনি আমার কাছে বসন্তবাহার,
বাবা যোগান আমার প্রাণে উল্লাসের-পাহাড়।
বাবা তিনি এ জগতের শেষ্ঠ উপহার,
বাবা ছাড়া নাইকো আমার বন্ধু সমহার।