মোরা সুখী কৃষক করি ফসলের চাষ;
কখনো শুনতে হয় অবুঝের উপহাস!
তবুও থেমে নেই মোদের অবিরত জমির চাষ;
সাধ্য-সাধনায় ফসল ফলাই মোরা বারোমাস।


তবুও যদি জুটে সকলের মুখে অন্নের আভাস;
তা হলেই মন থেকে মুছে যায় ওদের উপহাস!
প্রতিটি অন্নের দানায় মিশে আছে মোদের পাণি;
শতকষ্টে মোরা তাদের জন্য অন্ন যোগায় আনি।


প্রভাত থেকে শুরু করে খাটি সন্ধ্যাবেলা;
জল ঢালি আগাছা নিড়াই কর্মে করিনা হেলা!
ফলে ফুলে গাছগুলোয় যখন করে হাসি-খেলা;
স্বপ্ন দেখি কষ্ট মোছার আশায় কাটাই বেলা।


কষ্ট মোদের রক্ষাকবচ,কষ্টই মোদের সুখ;
জলাঞ্জলি দিয়ে তবুও চাই হাসি ফুটাতে সবার মুখ!
বৃষ্টিতে ভিজে-রোদে পুড়ে হই মোরা কালো;
তবুও যদি ফুটাতে পারি সকলের মুখে আলো।


We are a happy farmer cultivating crops;
Ever heard the ridicule of the ignorant!
Yet the continuous cultivation of land has not stopped;
We are twolve month harvests as much as possible.


Yet if there is a hint of food on everyone's face;
If so, their ridicule is erased from the mind!
Our hand is mixed in every grain of food;
We brought food for them with great difficulty.


From dawn to dusk;
Do not weed the weeds to pour water!
The result is a laugh-out-loud play on the flowering trees;
I dream and spend the day hoping to erase the trouble.


Trouble is the shield of fashion, trouble is the happiness of fashion;
Sacrificed still want to put a smile on everyone's face!
We are black in the wet-sun in the rain;
However, if I can put light on everyone's face.