ধরনীর এই মোহ-মোহ প্রকৃতির রুপ ছেড়ে,
আমি হরিয়ে যাবো সেই অথই দূরে!
ফিরবোনা আমার হাতে গড়া এই সপ্নের নীড়ে!!
কখনো হাটবো না এই অপরুপ মোহনার তীরে।


আর আসবো না, আর প্রাণ খুলে হাসবো না,
পাড়ি দিবো একদিন এই প্রকৃতির রুপ ছেড়ে!
আর হয়তো, গাইবো না গান ভাটিয়ালি সুরে,
এই পদ্মা, মেঘনায়,যমুনায় মাঝিদের  ভীড়ে।


সেদিন তো আমায় কেউ মনে রাখবেনা!
ভালোবাসার  মানুষ গুলো থাকবেনা।
আমি সেদিন মুখ ফুটে কিছু  বলবোনা,
এই রঙিন ধরনীর মায়ায় পড়বোনা।


যাইবো সেদিন আমি, সেদিন  যাইবোই;
ভালোবাসার মানুষের করুণা চাইবোই।
ভালোবাসার মানুষ গুলো যাবে হারিয়ে,
পালিয়ে যাবো আমি ধরনীর  মায়া ছাড়িয়ে।