ওটারচর গ্রামটা মোদের
সকল গ্রামের সেরা,
রত্ন দিয়ে তৈরী এ গ্রাম
মায়া-মমতায় ঘেরা।


ফুলে ফসলে ভরা মাঠ-ঘাট
দেখতে লাগে বেশ,
ওটারচরের রূপ যে কভু
দেখা হয়না শেষ!


ওটারচর ডাক নামে এ গ্রাম
তিতারকান্দি ও আছে মিশে,
কর্ম নিয়েই ব্যস্ত সবে;
কৃষক'ও ফসল চাষে!


পাঁচ-পাঁচটি মসজিদ আছে
এই গ্রামেরও মাঝে,
সেথায় সবাই পার্থনা করে
সকাল, বিকেল, সাঁঝে!


মাদ্রাসা,প্রাথমিক,হাই স্কুলে
শিক্ষার্থীরা  দলে দলে;
জ্ঞানের আলো জড়িয়ে ধরে
দেশ সেবায় যায় চলে।


এই গ্রামেই মিশে আছে
আমার  রঙীন শৈশব,
হয়তো কভু পাবোনা আর
হারানো দিন' ঐসব!


কখনো যেন টান  কমে না
এই গ্রামেরই প্রতি,
আজীবন থাকবে অটুট
ওটারচর এর প্রীতি।


The village of Otterchar is in Moder
The best of all villages,
This village is made of gems
Surrounded by Maya-Mamta.


Fields and ghats full of flowers and crops
It looks pretty,
Never that form of otterchar
Don't see the end!


This village is called Otterchar Dak
Titarkandi and there are mixed,
Barely busy with action;
Farmers also cultivate crops!


There are five mosques
In the middle of this village,
Everyone prays there
Morning, afternoon, evening!


Madrasa, primary, high school
Students in groups;
Embracing the light of knowledge
The country goes into service.


This village is mixed
My colorful childhood,
Maybe never again
Lost days' those!


The tension never subsides
To this village,
Will remain intact for life
Otterchar's love.


এটাই আমার প্রথম লেখা কবিতা। এর মাধ্যমেই কবিতার জগতের হাতেখড়ি ঘটে। নিজের গ্রামকে নিয়ে লেখা হয়েছিল কবিতাটি।গ্রামের মাটি ও মানুষের মমত্ব বোধ থেকেই লেখার অনুপ্রেরণা সৃষ্টি হয়েছিল।
This is my first written poem. It is through this that the world of poetry came into being. The poem was written about his own village. The inspiration to write was created from the love of the soil and people of the village.