আমার স্বাধীনতা!


এ কি! আমার স্বাধীনতা!
বলিতে পারি  মর্মবেদনা?
৫০টি বসন্ত পেরিয়ে ৩০ লক্ষ শহীদের আত্নকথা!


স্বাধীন দেশে কেন এত হানাহানি অযথা?
সইতে হচ্ছে অন্যায়-সইতে হচ্ছে অত্যাচার
কোথায় আমার স্বাধীনতা?
হারিয়েছি আমরা  মানবতা!
অফিস,আদালত পরিবহন ব্যবস্থা!
রাস্তায় চলছে  দুরবস্থা!
মুখে মুখে আমার  স্বাধীনতা!
সবাই বাঙালী কেন এই বর্ররতা?
দেশ আমার মুক্ত হয়েছে সেরা মানবদের হাতে,
স্বাধীন দেশে-স্বাধীন জাতির রক্ত জড়ছে কেন পথে?
এটাই  কি আমার দেশ?
চারদিকে চলছে দুর্নীতি বেশ!
কোথাও আছে কি মানবতার সামান্য বিন্দু?
চারপাশে শুধু আমাদের মুখোশের বিমূর্ততার সিন্ধু।
প্রতিবাদী হতে শিখে গেছি আমি ৫২ থেকে
লড়তে শিখেছি ৬২,৬৯ ৭১_এ জাতির পিতা থেকে।
তিনি যেমন ছিলেন প্রতিবাদী।
তেমন ছিলেন সাম্যবাদী।।
সে পথে আমি আজ প্রতিবাদী
মানবতার পক্ষে - সত্যের প্রতিনিধি
আমার কলমের ধারা চলবে নিরবধি..
লড়ে যাবো সত্য পথে
গেয়ে যাবো সত্যের গান
যদিও কেড়ে নেও আমার কলমের প্রান!


লেখকঃ কবি মোঃআতাউর রহমান সরকার
১৬-১২-২০২১ইং