ওহে নারী, তুমি এ ভুবনে মায়ার মোহন জালে;
হাজার জনম করেছো মোদের আদর সমান তালে।
তুমি হলে এ ধরায় মোদের একমাত্র আশা,
মোরা বাঁচি পেয়ে তোমার অফুরন্ত ভালোবাসা।

ওহে নারী,তুমি গড়ে তোল মোদের রঙিন দেহখানি;
কখনো পরি নামে দেই বিষে ভরা বাণী।
তবুও তোমার ভালোবাসার হয়না যে হানি,
আজীবন মোদের দিয়ে যাও ভালোবাসার হাতছানি।

তুমি আছো তাই এ ধরা হয়েছে যে ধন্য,
মোরা টিকে আছি সবে তোমার ভালোবাসার জন্য।
তোমার ই ভালোবাসা এ ধরায় অনন্য,
মোরা আছি সে তুলনায় অতি নগণ্য।


মোর আশেপাশে ধরার বুকে আছে যত নারী, আজি মোরা শ্রদ্ধা জানাই,ওহে আত্মোৎসর্গকারী।
আজি মোরা প্রতিশ্রুতি নেই করবো নত দৃষ্টি,
যেন প্রতিক্ষণে প্রতি জনম থেকে যায় এ কৃষ্টি।