তুমি নেই—ঘরটা যেন শূন্য এক জানালা,
চায়ের গন্ধে মিশে নেই তোমার ভালোবাসা।
রাত জেগে অপেক্ষা করি খামোখা নিরালা,
তোমার নাম বুকে রেখে হৃদয় থাকে হাসা।
বালিশে এখনও রেখেছো হাতের ছোঁয়া,
শুনতে পাই তোমার শব্দের আঁকড়া সুর।
চাঁদের আলোয় ভিজে থাকে চোখের কোয়া,
হৃদয় গড়ে রেখেছে তোমার নীরব নূর।
তুমি ফিরবে বলে আমি আশা রাখি,
মেঘের আড়ালে তোমার ছবি আঁকি।
তবুও বুঝি, তোমার স্মৃতিই সবখানি,
শুধু তোমায় দেখার ভালোবাসায় বাঁচি।
তুমি না থাকলেও ঘরটা পূর্ণ তোমায়,
তুমি আছো বুকে, ভালোবাসার ছায়া হায়।
---
Sonnet: Your Absence
✍️ Poet: Md. Ataur Rahman Sarkar
You are not here — the room’s a hollow frame,
An open window sighing your perfume.
The scent of tea no longer speaks your name,
Yet in my heart, your laughter still finds room.
Your gentle touch still rests upon my bed,
I hear your whispers in the silent air.
The moonlight bathes the tears I’ve softly shed,
While love unseen still makes the dark feel fair.
I wait for you through every dusk and dawn,
Painting your face on clouds that drift above.
But memories remind me — though you’re gone,
You live within me, wrapped in endless love.
Though you're away, this home feels full of you—
A shadow made of love, forever true.